২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম সেমেস্টার (কলা বিভাগে) ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ করা যাবে 18.07.2022 থেকে 05.08.2022 পর্যন্ত ।
কেবলমাত্র ২০২২, ২০২১ ও ২০২০ সালে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় স্বীকৃত বোর্ড থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
কলেজের ওয়েবসাইট https://ggmc.ac.in/ এ গিয়ে Online Admission Portalবোতামে ক্লিক করে তারপর 'UG Programme' বোতামে ক্লিক করলে সংশ্লিষ্ট যাবতীয় তথ্যের মেনু গুলি দেখা যাবে। প্রয়োজনীয় তথ্যের জন্য উপযুক্ত মেনু ক্লিক করতে হবে।
এই অনলাইন ভর্তিপ্রক্রিয়ায় সর্বাধিক গুরুত্বপূর্ণ হল
(১) ছাত্র-ছাত্রীদেরনিজস্বমোবাইলনম্বর
(২) ছাত্র-ছাত্রীদেরনিজস্বইমেলআইডি (ভবিষ্যতের কলেজের তরফ থেকে সমস্ত যোগাযোগ এই দুটি মাধ্যমেই হবে এবং ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আবেদন তারা যেন মোবাইল নম্বর এবং ইমেইল আইডি কখনই পরিবর্তন না করে)।
সর্বপ্রথম Apply Now বোতামে ক্লিক করে কয়েকটি প্রাথমিক তথ্য (Basic information) দিয়ে Register করুন।
এর পরের ধাপে নিম্নলিখিত ডকুমেন্টগুলি অরিজিনাল (জেরক্সকপিস্ক্যানকরেআপলোডকরাযাবেনা) স্ক্যান কপি (প্রতিটিwithin 200 KB) আপলোড করতে হবে -
মাধ্যমিকের Admit Card অথবা সার্টিফিকেট
উচ্চমাধ্যমিকের Admit Card
উচ্চমাধ্যমিকের মার্কশিট
কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
আধার কার্ড
এর পরের ধাপে আবেদনকারীর যাবতীয় তথ্য প্রদান করতে হবে এবং
HONOURS COURSE এ আবেদনকারীদের প্রথমে Stream (B.A.) নির্বাচন করতে হবে তারপর HONOURS SUBJECT (Core Subject) নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে Generic - 1 এবং Generic - 2 নির্বাচন করতে হবে। একজন আবেদনকারী GENERIC এর নির্ধারিত SUBJECT গুলো থেকে একটি করে মোট দুটি বিষয় নির্বাচন করবে।
GENERAL COURSE (Arts) এ আবেদনকারীকে প্রথমে STREAM (B.A.) নির্বাচন করতে হবে তারপর মূল বিষয় DSC – 1 (First Subject) নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে DSC - 2 (Second Subject) এবং GENERIC (GE) (Third Subject) বিষয় নির্বাচন করতে হবে। একজন আবেদনকারী DSC-2 এর নির্ধারিত সাবজেক্ট গুলি থেকে একটি করে সাবজেক্ট নির্বাচন করবে।
প্রথম ফর্মটি ঠিকঠাক তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করলেই আবেদনকারীর নির্দিষ্ট মোবাইলে ফর্ম নম্বর এবং বিষয় এসএমএসের মাধ্যমে জানতে পারবে যা পরবর্তীকালে আবেদনকারীর তথ্যাদি জানার জন্য প্রয়োজন হতে পারে। কোন প্রকার ভুলের জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
সর্বাধিক পাঁচটি বিষয়ে আবেদন করা যাবে। আবেদন করার জন্য কোনো টাকা লাগবে না ।
দ্বিতীয় ফর্ম পূরণের জন্য APPLY ANOTHER বোতামে ক্লিক করুন এক্ষেত্রে আবেদনকারীর শুধুমাত্র বিষয়গুলি সিলেক্ট করুন বিষয় ছাড়া অন্য কোনো রকম ইনফরমেশন পুনরায় দিতে হবে না।
প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবার পরে যদি কোন আবেদনকারীর তথ্য ভুল থাকে তবে অভিযোগ এর নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে ggmcadmission@gmail.com এই ইমেইল আইডিতে মেইল করতে হবে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর কোন প্রকার অভিযোগ গ্রহণ করা হবে না।
চূড়ান্ত তালিকা নির্ধারিত দিনে প্রকাশিত হওয়ার পরে প্রত্যেকটি বিষয়ের কাস্ট ক্যাটেগরি ভিত্তিক সিট সংখ্যা অনুযায়ী (Intake capacity wise) 'Payment Link Activate' করা হবে। সেইপেমেন্টলিংকেনির্ধারিতসময়েরমধ্যে এডমিশনফিপেমেন্টকরেসিটরিজার্ভকরতেহবে, অন্যথায় নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে ।
আবেদনকারীকে নিজের নাম প্রথম দ্বিতীয় বা তৃতীয় মেধাতালিকায় সিলেক্ট হয়েছে কিনা তা নির্ধারিত দিনে ওয়েবসাইট চেক করে এডমিশন ফি পেমেন্ট করতে হবে। পরে প্রদত্ত অর্থ মিলকরণ (ADJUST) হয়ে যাবে, সমস্ত আবেদনকারীকে প্রতিটি মেধাতালিকা নির্দিষ্ট দিনে মনোযোগ সহকারে দেখতে অনুরোধ করা হচ্ছে ।
এক্ষেত্রে কলেজ থেকে আবেদনকারীর প্রদত্ত নম্বরে SMS পাঠানো হতে পারে তবুও আবেদনকারীদের নির্ধারিত দিনগুলিতে কলেজের ওয়েবসাইট দেখার জন্য আবেদন করা হচ্ছে।
প্রথম মেরিট লিস্টে সিট খালি থাকলে দ্বিতীয় ও পরবর্তী মেরিট লিস্ট গুলি প্রকাশিত হবে এবং পরবর্তী আবেদনকারীদের একই রকম ভাবে Payment Link Activate হবে।
লিস্টে নাম থাকলে নির্ধারিত সময়ের মধ্যে Payment Process সম্পূর্ণ না করলে ওই ছাত্র বা ছাত্রীর নির্ধারিত দিনের পরে আর এডমিশন হওয়া যাবে না বা কোনরূপ আবেদন বা অনুরোধ গ্রাহ্য হবে না ।
Admission Fee Payment করার পরে Payment Receipt অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে যেখানেছাত্র-ছাত্রীরID (Student ID)এবংক্লাসরোলনাম্বারলেখাথাকবে।
কোন আবেদনকারী বিষয় পরিবর্তন করতে চাইলে নতুন বিষয়ের ক্ষেত্রে প্রদত্ত ভর্তি ফি পূর্বে গৃহীত বিষয়ের সাথে আবেদনের ভিত্তিতে মিলকরন (ADJUST) দ্বারা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
মুদ্রিত আবেদন পত্র (Printed Application Form) আবেদনকারী ও অভিভাবকের স্বাক্ষরসহ Age Proof (M.P. ADMIT CARD), Marksheet of Secondary & Higher Secondary (M.P & H.S), Admit card & Registration Card of H.S. Examination, Character Certificate, Caste Certificate (if any), AADHAAR Card (Xerox এবং Original), Admission Fees Payment Receipt পরে কলেজ অফিসে দেখাতে হবে।
যেকোন প্রকার তথ্যবিকৃতির ক্ষেত্রে ভর্তি তথা আবেদনপত্র কারণ না দর্শিয়ে সরাসরি বাতিল বলে গণ্য করা হবে এবং কোন প্রকার প্রদত্ত ফি ফেরত যোগ্য হবেনা।